বিডিলনিউজ: জামায়াত সন্ত্রাসী সংগঠন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এমন পর্যবেক্ষণের পর স্বাধীনতাবিরোধী এই দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হচ্ছে। এ জন্য এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা।
মানবতাবিরোধী অপরাধের এখন পর্যন্ত দেয়া ছয় রায়েই মুক্তিযুদ্ধের সময় জামায়াতের স্বাধীনতাবিরোধী অবস্থানের বিষয়টি উঠে এসেছে। জামায়াত যে দলগতভাবে গণহত্যায় সহযোগিতা করেছে সেটা বার বারই উঠে এসেছে পর্যবেক্ষণে।
কাদের মোল্লার রায়ে এমন পর্যবেক্ষণের পর সংসদে ব্যক্তির পাশাপাশি দলকেও বিচারের সুযোগ রেখে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এরপর দেলাওয়ার হোসাইন সাঈদী, গোলাম আযম এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মামলাতেও বলা হয়েছে, মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার পক্ষের বেসামরিক জনতাকে হত্যা করতে বিভিন্ন বাহিনী গঠন করে জামায়াত।
ট্রাইব্যুনালের এমন পর্যবেক্ষণের পর তাই জামায়াতের বিচারের উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা।মানবতাবিরোধী অপরাধের বিচারে সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতের নাম আসায় দলটিকে এখনই নিষিদ্ধ করার দাবি উঠছে ।
Discussion about this post