দীর্ঘ বিরতির পর অসম বয়সী দুই প্রেমিকা-প্রেমিকার কাহিনী নিয়ে হাজির হতে যাচ্ছেন শিমলা। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাগুলো বরাবরই বিতর্কের জন্ম দিয়েছেন। উদাহারণ হিসেবে বলা যেতে পারে ভারতীয় সিনেমা ‘এক ছোটি সি লাভ স্টোরি’ এবং ‘নিশাব্দ’ এর কথা। তবে শিমলা মনে করেন বিতর্ক সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই।
অসম বয়সী দুই প্রেমিকা-প্রেমিকার কাহিনি নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন নবীন নাট্যনির্মাতা রুবেল আনুশ।সিনেমাতে শিমলা অভিনয় করছেন বিদেশফেরত ফ্যাশন ডিজাইনার মারিয়ার চরিত্রে। তার বিপরীতে কলেজছাত্র নিশোর ভূমিকায় দেখা যাবে ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত মামুনকে।
তিনি বলেন, সিনেমাতে এমন কোনো দৃশ্য নেই যাতে বিতর্ক তৈরি হতে পারে। আমিও দর্শকের কথা মাথায় রাখি। এমন কোনো গল্পে কেন কাজ করবো, যা দর্শক গ্রহণ করবে না। তারপরও বিতর্ক হতেই পারে। আর নায়িকার কাজ নিয়ে তো আলোচনা-সমালোচনা হতেই পারে। এসব যদি নাই হলো, তবে কিসের নায়িকা আমি!
সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছে বলে জানান পরিচালক আনুশ। তিনি বলেন, তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণে উদ্যোগী হয়েছেন তিনি। আমাদের দেশে তরুণ প্রজন্মের গল্প নিয়ে সিনেমা নির্মিত হয় না। তাদের বয়ঃসন্ধিকালীন নানা ইস্যু নিয়ে সিনেমা নির্মিত হতে পারে। আমি সিনেমাতে এক কলেজপড়ুয়া তরুণের প্রেমে পড়ার গল্প বলতে চেয়েছি। সিনেমাতে যৌনতা নয়, তরুণ-তরুণীদের নানা সমস্যার কথা বলতে চেয়েছি। কলেজ, বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীদের জন্যই মূলত সিনেমাটি নির্মাণ করছি আমি।
Discussion about this post