নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমকে সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণ এবং সরকারবিরোধি যেকোনো সমালোচনাকারীদের পায়ে জিঞ্জির পরাতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সকল শ্রেণি-পেশার মানুষের মতকে উপেক্ষা করে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিলের ওপর প্রতিবেদন তৈরি করেছে সংসদীয় কমিটি। যা চলতি সংসদ অধিবেশনেই পাসের জন্য পেশ করা হতে পারে। এই আইন পাস করা হলে গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটি ভয়ঙ্কর কালাকানুন, এই আইনে যেকোনো মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী তুচ্ছ অজুহাতে গ্রেফতার করতে পারবে। গণমাধ্যম অফিসে যখন-তখন সরকারি আইন প্রয়োগকারী সংস্থা হানা দিয়ে কম্পিউটার, ল্যাপটপ তল্লাশি করতে পারবে, সিজ করতে পারবে, নেটওয়ার্ক বন্ধ করে দিতে পারবে। এমনকি গ্রেফতার করে নিয়ে যেতে পারবে। এই আইনে কোনো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা যাবে না। এটা শুধু চরম উদ্বেগজনকই নয়, এটি সংবিধানের মূল নীতির পরিপন্থী।
রিজভী বলেন, সারাদেশকে ভুতুড়ে বাড়িতে পরিণত করার উদ্যোগ চলছে। আগামী নির্বাচনে বিএনপির এজেন্ট দেয়া দুরে থাক, প্রার্থীও যাতে খুঁজে না পাওয়া যায়- সেজন্য সরকার মামলা-হামলার আগাম আক্রমণ চালিয়ে যাচ্ছে। অবৈধ সরকার এখন উন্মাদের দশায় পৌঁছেছে।
এ/কে
Discussion about this post