হানাফী উত্তরাধিকার আইনের সাধারণ নীতিসমূহ :
১। সম্পত্তির উত্তরাধিকার যোগ্য হতে হবে :
মৃত ব্যক্তির মৃত্যুর পরে তার সম্পত্তি উত্তরাধিকারীদের উপর ন্যস্ত হয়, মৃত ব্যক্তির ত্যক্ত সম্পত্তি তার রেখে যাওয়া উত্তরাধিকারীদের মধ্যে ইসলামিক সুষ্ঠু ভাবে ভাগ করে দেওয়াকে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন বলে।
সম্পত্তি বন্টনের জন্য তিনটি পূর্ব শর্ত আছে। তা হলো :
ক. সম্পত্তির মালিককে মৃত হতে হবে। জীবিত ব্যক্তির সম্পত্তিতে কোন উত্তরাধিকার নেই।
খ. মৃত ব্যক্তির কাছের দূরের জীবিত নিকটাত্মীয় বা উত্তরাধিকারী থাকতে হবে।
গ. মৃত ব্যক্তিকে সম্পত্তি রেখে যেতে হবে।

মৃৃত ব্যক্তির সম্পত্তির উপর প্রাথমিক দাবিগুলো :
মৃত ব্যক্তির ত্যক্ত সম্পত্তি হতে নিম্নলিখিত খরচ বাদ দিতে হবে :
১। তার রেখে যাওয়া সম্পত্তি হতে দাফন কাফনের (খরচের ব্যবস্থা) ব্যবস্থা করতে হবে।
২। তার ঋণ পরিশোধ করতে হবে। অধিকাংশ বিদ্বানের মতে, আল্লাহর ঋণ তথা যাকাতও এ খাত থেকে আদায় করতে হবে।
৩। ঋণ আদায়ের পর মৃত ব্যক্তির বেধ ওসিয়ত/উইল অনুযায়ী তা আদায় করতে হবে। এই তিন খাতে ব্যয় করার পর অবশিষ্ট সম্পত্তি তার জীবিত উত্তরাধিকারীদের মধ্যে কোরআন, সুন্নাহ অনুযায়ী বন্টন হবে।
যদিও জাফরী বেগম বনাম আমির মুহম্মদ খান (১৮৮৬) অল ইন্ডিয়া রিপোর্ট ৮২২, মামলায় বলা হয়েছে ‘যে মৃত ব্যক্তির মৃত্যুর সাথে সাথেই তার উত্তরাধিকারীদের উপর সম্পত্তি ন্যস্ত হয়, তা সত্বেও অধিকাংশ পণ্ডিতদের মতে ঋণ ও উইল আদায়ের পরই তা উত্তরাধিকারীরা পাবে।
লেখকঃ ল ফর ন্যাশনস, ইমেইলঃ lawfornations.abm@gmail.com, মোবাইল: 01842459590.
Discussion about this post