নিজস্ব প্রতিবেদক
গত কাল বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আইন সম্পাদক পদে মনোনীত হয়েছেন মোঃ সোলায়মান কবির।
নবনির্বাচিত এই কমিটির আইন সম্পাদক মোঃ সোলায়মান কবির বরিশাল সদর উপজেলার অন্তর্গত কাশীপুর ইউনয়ের বাসিন্দা। পরিবারের সদস্যদের ন্যায় মোঃ সোলায়মান কবির ছোটবেলা থেকেই মনেপ্রাণে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। মোঃ সোলায়মান কবির সিটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র। মোঃ সোলায়মান কবির বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাবেক সহ সভাপতি ছিলেন।
তিনি ঢাকাস্থ বরিশাল ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং সব সময় রাজপথে সক্রীয় ভূমিকা পালন করে আসছে।
দীর্ঘদিন পর সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে আইন সম্পাদক হওয়ার পর অনুভূতি প্রকাশ করে মোঃ সোলায়মান কবির বিডি‘ল’ নিউজকে বলেন, আমাকে সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবগঠিত কমিটিতে আইন সম্পাদক নির্বাচিত করায় প্রথমেই পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহ পাক সুবহানাহু তায়ালার কাছে এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এবং বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।
শুভাকাঙ্খী সকল অগ্রজ ও অনুজদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুজিব আদর্শ বুকে ধারন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবো।
Discussion about this post