নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে পূর্বে প্রিন্ট মিডিয়া (সংবাদপত্র) ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজের সুযোগ থাকলেও বর্তমানে ইন্টারনেটের কল্যাণে আরেকটি ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। সেটি হলো- অনলাইন মিডিয়া।
এই মিডিয়াতে রয়েছে সম্পাদকীয় বিভাগ, প্রশাসনিক বিভাগ, বার্তা বিভাগ, রিপোর্টিং বিভাগ, প্রুফ এডিটিং বিভাগ, ফটোগ্রাফি বিভাগ, অলংকরণ বিভাগ, বিজ্ঞাপন বিভাগ, রেফারেন্স লাইব্রেরি। এছাড়াও এর চেয়ে কমবেশি বিভাগ থাকতে পারে। এটি সম্পূর্ণ নির্ভর করবে ঐ প্রতিষ্ঠানের উপর।
সাংবাদিকতা একটি মহৎ, সাহসী পূর্ণ পেশা। এই পেশাটিকে একটি চ্যালেঞ্জিং পেশাও বলা যেতে পারে। তবে ঝুঁকি থাকলেও অত্যন্ত সম্মানজনক পেশা এটা। সাংবাদিকদের সমাজের দর্পণ বা আয়না বলা হয়।
তবে হলুদ সাংবাদিকদের সংখ্যাও কিন্তু কম নয়। এরা প্রকৃত সাংবাদিকদের সম্মানহানি করে থাকে।
জেলা, উপজেলা পর্যায়ে সাংবাদিকদের অনেক পরিশ্রম করতে হয়। একটা সংবাদ তৈরি করতে হলে ছুটতে হয় একেবারে তৃণমূলে।
দেশের জনপ্রিয় ও প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল বিডি ‘ল’ নিউজ ডট কম সাংবাদিকতায় অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছে। আইনের উপর অনার্স করেছেন অথবা করছেন এবং যারা সাংবাদিকতায় পড়ছেন বা পড়েছেন এমন শিক্ষার্থীরা এই সুযোগ গ্রহন করতে পারবে।
পদের নামঃ আইন শিক্ষানবিশ রিপোর্টার
দায়িত্বঃ মাঠ পর্যায়ে সাংবাদিকতায় অপরাধ বিষয়ক নিউজ সংগ্রহের কাজে দক্ষতা অর্জন করা।
সময়কালঃ ৬ থেকে ১২ মাস।
শিক্ষাগত যোগ্যতাঃ আইনের উপর অনার্স করেছেন অথবা করছেন এবং যারা সাংবাদিকতায় পড়ছেন বা পড়েছেন এমন শিক্ষার্থীরা এই সুযোগ গ্রহন করতে পারবে।
কর্মস্থলঃ দেশের ৬৪ টি জেলা ।
#_শর্তসমূহ:
১. জেলা পর্যায়ের সকল প্রতিনিধির জন্য অবশ্যই আইনের ছাত্রদের অগ্রাধিকার দেয়া হবে;
২.কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে;
৩.নিজের স্মার্টফোন থাকতে হবে;
৪.নিজের ব্যবহৃত একটি জিমেইল/ ইমেইল একাউন্ট ও একটি ফেইসবুক আইডি থাকতে হবে;
৫. বাসি নিউজ করা যাবে না ;
৬. কপি নিউজ করা যাবে না;
৭.ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে;
৮. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে;
৯.স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে;
১০.রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধী নিউজ করা যাবে না;
১১. কোন রাজনৈতিক দলের সদস্য হওয়া যাবে না;
#_সুযোগ_সুবিধা:
১.পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে;
২.পেশাগত দায়িত্ব পালনের সময় ক্যামেরা ভাংচুর বা হামলার শিকার হলে প্রতিষ্ঠান পাশে দাঁড়াবে;
৩.বিজ্ঞাপনের ২৫% প্রদান করা হবে; পরিচয় পত্র ও নিয়োগপত্র প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
পাঠানো আবেদন যাচাই বাছাই করে কেবল যোগ্যদের সাথে যোগাযোগ করা হবে ।
ই-মেইল করে আপনার সিভির সাথে যে সকল তথ্য পাঠাতে হবেঃ
১.নিজের নাম;
২.পিতার নাম;
৩.মাতার নাম;
৪.গ্রামের নাম;
৫.ইউনিয়নের নাম;
৬.কর্মরত জেলার নাম;
৭.জেলার নাম;
৮.জন্ম তারিখ;
৯.এক কপি পাসপোর্ট সাইজের ছবি;
১০.নিজের থাকলে নিজের এবং পিতার ভোটার আইডি নম্বর দিতে হবে;
১১.নিজের মোবাইল নম্বর দিতে হবে;
#_আবেদন_পাঠাবেন_এই_ঠিকানায়ঃ bdlawnews.com@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় ।
🏤 ঠিকানা: – ৪২/১/ খ, সেগুন বাগিচা, ঢাকা -১০০০
Web: www.bdlawnews.com
প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01774-679689 ( এম আই মিরাজ )
Discussion about this post