একে.এম নাজিম, হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ সাংবাদিক দম্পতি সাগর-রুনি’র হত্যাকারীদের বিচারের দাবীতে ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হাটহাজারী উপজেলা ফায়ার সার্ভিস এর সংলগ্নে হাটহাজারী রিপোটার্স ক্লাবের উদ্যোগে সভাপতি মো: বোরহান উদ্দিনের সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি নিজ বাসভবনে নৃশংসভাবে খুন হওয়ার ৩ বছর পার হলেও এখনো পর্যন্ত খুনীদের বিচারের আওতায় আনা হয়নি। অনতি বিলম্বে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকাররের একান্ত দায়িত্ব এবং সারা দেশে যেভাবে সাংবাদিক নির্যাতন চলছে তাতে সংবাদ কর্মীদের বস্তুনিষ্ট সংবাদ প্রেরণ করা দুঃসহ হয়ে পড়েছে বলে মনে করেন বক্তাগণ।
রিপোটার্স ক্লাবের প্রচার সম্পাদক মো: মহিম উদ্দিন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতা মো: শাহাব উদ্দিন, যোগাযোগ প্রতিদিনের ব্যুারো প্রধান আফিফ পেয়ার, সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক একে.এম. নাজিম, সহ সাংগঠনিক সম্পাদক মো: নকিব হোসাইন, অর্থ সম্পাদক ঈমানুল হক ঈমাম, তথ্য সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, দপ্তর সম্পাদক আবু রাহেল ফয়সাল, সাংবাদিক নুর মালেক, প্রিয়াশীষ চক্রবর্তী, মানবাধিকার কর্মী মো: জসিম উদ্দিন সিকদার, মাজেদুল ইসলাম, এমদাদ হোসাইন, ফয়সাল আজম চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার মুহিত সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Discussion about this post