বিডিলনিউজ: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীনতার ৪২ বছর পর জাতির কলঙ্ক মোচনের ইতিহাসের পথচলা আরেক ধাপ এগিয়ে গেল। এটা ছিল বাঙালি জাতির দীর্ঘদিনের প্রত্যাশিত আরেকটি প্রতীক্ষার মাহেন্দ্রক্ষণ। বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামি সাঈদীর উপস্থিতিতে জনাকীর্ণ ট্রাইব্যুনালে ১২০ পৃষ্ঠার সংক্ষিপ্ত ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, ‘হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরকরণের মতো মানবতাবিরোধী অপরাধে সাঈদীর বিরুদ্ধে ২০টির
মধ্যে আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, যার মধ্যে অভিযোগের ৮ ও ১০ নম্বরে দুটি হত্যাকাণ্ড রয়েছে। ইব্রাহীম কুট্টি ও বিসাবালী হত্যা ঘটনায় আসামির মৃত্যুদণ্ড হওয়ায় বাকি ছয়টি অপরাধ প্রমাণিত হলেও নতুন কোনো সাজা দেওয়ার প্রয়োজন নেই।’ রায়ে সাঈদীর বিরুদ্ধে গণহত্যাসহ ১২টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওইসব অভিযোগ থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের এটি ছিল তৃতীয় রায়।
Discussion about this post