বিডিলনিউজ: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর করা আপিলের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি শুরুর আদেশ দেন।
একই সঙ্গে আসামিপক্ষের সময়ের আবেদন খারিজ করেন আদালত। সাঈদীর পক্ষে এডভোকেট খন্দকার মাহবুব হোসেন তিন সপ্তাহ সময়ের আবেদন করেন। পরে শুনানিতে আসামিপক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিচার কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে তারিখ এবং বিচারের বিভিন্ন ধাপ উল্লেখ করেন আদালতে।
এরপর সূচনা বক্তব্য উপস্থাপন করেন আসামিপক্ষের এই আইনজীবী। শুনানিতে আসামিপক্ষে অন্যদের মধ্যে এডভোকেট তাজুল ইসলাম এবং সরকারপক্ষে উপস্থিত ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত এটর্নি জেনারেল এমকে রহমান প্রমুখ।
Discussion about this post