সাতক্ষীরা প্রতিনিধি:-মোঃ জাকির হোসেন
সাতক্ষীরায় জাল কোর্ট ফি ও পুরানো নন-জুডিশিয়াল- স্ট্যাম্পসহ চার জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।গতকাল২৮ জুন সোমবার সকালে সাতক্ষীরা জেলা জজ আদালতের ভেন্ডার গলি থেকে দুজন ও সাতক্ষীরা রেজিস্ট্রি অফিসের সামনে থেকে বিভিন্ন মূল্যের পুরোনো নন- জুডিশিয়াল স্ট্যাম্পসহ অপর দুজনকে আটক করা হয়।
তারা হলেন সাতক্ষীরা পারকুখরালি পূর্ব পাড়ার মৃত নুর ইসলামের ছেলে মোঃ রুহুল কুদ্দুস( ৫০),সাতক্ষীরা মাগুরা বউবাজার এলাকার সৈয়দ আলী গাজীর ছেলে মোঃ শওকত আলী( ৫৮)কাটিয়া রেজিস্ট্রি পাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে রবিউল ইসলাম( ৫৫) তার ছোট ভাই এম শাহাজান(৫১)।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী জানান,গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জজকোর্টের ভিতর অভিযান চালিয়ে জাল কোর্ট ফিসহ দুজনকে এবং রেজিষ্ট্রি অফিস এলাকায় অভিজান চালিয়ে পুরোনো নন- জুডিশিয়াল স্ট্যাম্পসহ অপর দুজনকে আটক করা হয়।
এ ঘটনায় গতকাল দুপুরে পৃথক দুটি মামলায় তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Discussion about this post