বিডি ল নিউজঃ
সুনামগঞ্জে বাবা হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছনুয়া গ্রামের মৃত ইছর আলীর ছেলে। দণ্ডপ্রাপ্ত আব্দুল মুমিন বর্তমানে পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের ১৮ আগস্ট ছাতকের ছনুয়া গ্রামের ইছব্বর আলীর ছেলে আব্দুল মমিন পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তার বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের অপর ছেলে আব্দুল করিম বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন।
বুধবার মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আব্দুল মমিনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন এপিপি ছইল মিয়া এবং বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট. এমএ আশরাফ।
Discussion about this post