সুপ্রিম কোর্টের ‘জুডিশিয়াল পোর্টাল ও কজলিস্ট ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।
বুধবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিতব্য এই কর্মশালায় ঢাকা ও মাঠ পর্যায়ে কর্মরত ত্রিশজন বিচার বিভাগীয় কর্মকর্তা অংশগ্রহণ করবেন।
দিনব্যাপী এই কর্মশালায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুমোদন ক্রমে মনোনীত ৩০ বিচার বিভাগীয় কর্মকর্তারা হলেন- মোঃ গোলাম মর্তুজা মজুমদার (সদস্য, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, ঢাকা), মোঃ নুরুল হুদা (জেলা জজ, চট্টগ্রাম), দেওয়ান মোঃ সফিউল্লা (জেলা জজ, ফেনী), বেগম ফাতেমা নজিব (জেলা জজ, নরসিংদী), বেগম জেবুননেছা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ, কুমিল্লা), শেখ নাজমুল আলম (চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফরিদপুর), মোহাম্মদ ফারুক (যুগ্ম-জেলা জজ, কুমিল্লা), মোঃ আজিজুল হক ( প্রশাসন ও বিচার শাখার ডেপুটি রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা), ফয়সাল আতিক বিন কাদের (সিনিয়র সহকারী সচিব, আইন ও বিচার বিভাগ), সৈয়দ মোঃ কায়সার মোশাররফ ইউসুফ (অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর), মোঃ হারুন-অর-রশিদ (যুগ্ম-মহানগর দায়রা জজ, চট্টগ্রাম), আশোক কুমার দত্ত (অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ), এস. এম. আনিসুর রহমান ( সহকারী পরিচালক, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়য়, ঢাকা), তেহসিন ইফতেখার (বিচারক, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ময়মনসিংহ), শরীফুল আলম ভূঁইয়া (প্রটোকল ডেপুটি রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা), আবুল হাসনাত (গবেষণা ও প্রকাশনার উপ-পরিচালক, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট), মোঃ পারভেজ শাহরিয়ার (অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাতক্ষিরা), আব্দুল্লাহ আল মামুন (আইন কর্মকর্তা বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম), মোঃ লুতফর রহমান শিশির (অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা), মাসরুর সালেকিন ( যুগ্ম-জেলা জজ, লক্ষ্মীপুর), মোঃ আসিফ ইকবাল (যুগ্ম মহানগর দায়রা জজ, খুলনা), মারুফ আহমেদ (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, খুলনা), বেগম ইসরাত জাহান (সিনিয়র সহকারী জজ, ঢাকা), সৈয়দ তফাজ্জল হাসান হিরু (সিনিয়র সহকারী জজ, ঢাকা), কাজি মুশফিক মাহবুব রবিন (সিনিয়র সহকারী সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), মোঃ শামীম সুফী (রিসার্চ এন্ড রেফারেন্স অফিসার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা) মোঃ মঈন উদ্দিন চৌধুরী (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর), বেগম মেহনাজ সিদ্দিকি (বেঞ্চ ও ডিক্রির সহকারী রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা), শ্রীমতী সুবর্ণা সিনহা (সহকারী জজ, সিলেট), কাজি পারভেজ আনোয়ার (সিস্টেম এনালিস্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা)।
Discussion about this post