ডেস্ক রিপোর্ট
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আইন সমিতির কার্য নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ১৫ ও ১৬ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাবেক সম্পাদক ও সিনিয়র অ্যাডভোকেট এ.ওয়াই. মসিউজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এছাড়া ১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠিত হবে।
সর্বশেষ গত বছরের ১২ ও ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতিসহ ৮ পদে বিজয়ী হন। বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সম্পাদকসহ ৬টি পদে বিজয়ী হন। কিন্তু দায়িত্ব গ্রহণের আগে সভাপতি আব্দুল মতিন খসরু করোনা আক্রান্ত হয়ে মারা যান।
Discussion about this post