ডেস্ক রিপোর্ট
পাসপোর্ট জমা রাখার শর্তে নাইজেরিয়ান নাগরিক আজাহ অ্যানাওচুকওয়া ওনিয়ানুসির জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। হাইকোর্টে জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী বিএম ইলিয়াস কচি। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। স্টুডেন্ট ভিসায় দুই বছর আগে বাংলাদেশে আসেন নাইজেরিয়ান নাগরিক আজাহ। বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এক পর্যায়ে গার্মেন্ট ব্যবসায় শুরু করেন। ব্যবসায়ের জন্য ব্যাংকক, মালয়েশিয়া, ভারত, উগান্ডা, কেনিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর যাতায়াত করতেন। পরে এর আড়ালে নতুন মাদক আইসের (ক্রিস্টাল মিথাইল এমফিটামিন) কারবার শুরু করেন।
২০১৯ সালের ২৮ জুন রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা শাখা) মো. মোসাদ্দেক হোসেন রেজা। মাদক কেনার ফাঁদ পেতে ২৭ জুন রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানের পাশ থেকে ৫০ গ্রাম আইসসহ তাকে আটক করা হয়। পরে ভাটারা এলাকার বাসা থেকে আরও ৪৭২ গ্রাম আইস জব্দ করা হয়। তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা হয়।
ওই মামলায় হাইকোর্ট ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তাকে জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষ সেই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানায়। আপিল বিভাগ বিচার শেষ না হওয়া পর্যন্ত তার পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন বহাল রাখেন।
Discussion about this post