নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে সভাপতি পদে এবং অ্যাডভোকেট মো.আব্দুল আলিম মিয়াকে (জুয়েল) সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (১৩ ফেব্রুয়ারি) শনিবার রাতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী মাসের ২য় সপ্তাহে হতে পারে বলে জানা গেছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২১_২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত প্রার্থী
সভাপতিঃ এডভোকেট আবদুল মতিন খসরু এম.পি , সহ-সভাপতিঃ এডভোকেট মুহাম্মদ শফিক উল্ল্যা , সহ-সভাপতিঃ এডভোকেট মো আলী আজম , সম্পাদকঃ এডভোকেট মো আবদুল আলীম মিয়া জুয়েল, কোষাধ্যক্ষঃ ড. মো. ইকবাল করিম, সহ-সম্পাদকঃ ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি, সহ-সম্পাদকঃ এডভোকেট নুরে আলম উজ্জ্বল,
- সদস্যঃ এডভোকেট মিন্টু কুমার মন্ডল।
- সদস্যঃ ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদ।
- সদস্যঃ ব্যারিস্টার মো. সানোয়ার হোসেন।
- সদস্যঃ এডভোকেট এবিএম শিবলী সালেকীন।
- এডভোকেট মো. সিরাজুল হক।
- এডভোকেট মহিউদ্দিন আহমেদ।
- এডভোকেট মাহফুজুর রহমান রোমান।
Discussion about this post