নিজস্ব প্রতিবেদক:-
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের পরিবারের মিলনমেলা SCBA Family Day আগামী ১৩ই ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।আয়ােজনে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি।
প্রথমবারের মত আয়োজিত দিনব্যাপী এই আনন্দঘন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের প্রখ্যাত শিল্পী সালমা সহ বরেণ্য শিল্পীগন।
শিশু-কিশোর ও মহিলাদের জন্য রয়েছে নানা আনন্দ আয়োজন ও মজার সব খাবার-দাবার।সমিতির বিজ্ঞ সদস্যদেরকে সপরিবারে এই আনন্দ উৎসব উপভোগ করার জন্য আমণ্ত্রণ জানানো হয়েছে।

ফাগুনের আগমনী বার্তায় দিনটিকে আনন্দময় করতে শিশু-কিশােরদের জন্য বিনামূল্যে নাগরদোলা, জাম্পিং স্লাইড, মিনি ট্রেন, বল হাউস, বানর নাচ, বেলুন স্যুটার, মিকি মাউস মিনি মাউস, স্পাইডার ম্যান, যাদু প্রদর্শনী, নাচসহ থাকছে মহিলাদের জন্য আকর্ষণীয় মিউজিক্যাল চেয়ার।
এছাড়াও চটপটি, ফুচকা, পিঠা, জিলাপী, ফাস্টফুড, চাইনিজসহ রকমারি খাবারের মূল্য প্রদান সাপেক্ষে) স্টল থাকবে। সমিতির বিজ্ঞ সদস্যদের পরিবারের বিনােদনের উদ্দেশ্যে প্রথমবারের মত আয়ােজিত এই মিলন মেলায় সকলকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি।
Discussion about this post