নিজস্ব প্রতিবেদক
গতকাল ২৯/০৫/২০২১ইং রাত্রে সুপ্রীম কোর্ট বার কেন্টিনে গাে-মাংস রান্না করা হয় এবং রাত্রে উহা কেন্টিনে খাবারের জন্য পরিবেশন করা হয়। পরবর্তীতে অদ্য ৩০/০৫/২০২১ইং তারিখ রােজ রবিবার সকাল থেকে সুপ্রীমকোর্ট বার কেন্টিনে পুনরায় গাে-মাংস রান্না করা হয়।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ঐতিহ্যগত ভাবেই এর সৃষ্টিলগ্ন হতে সাম্প্রদায়ীক সম্প্রীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে কখনই গাে-মাংস রান্না ও পরিবেশন করা হয় নাই। হঠাৎ করে এই ধরনের তৎপরতায় আইনজীবীগণ বিস্মিত ও হতবাক।

আইনজীবীগণ সংশ্লিষ্টদের এহেন তৎপরতার তীব্র প্রতিবাদ জানান। বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির দীর্ঘ লালিত সাম্প্রদয়িক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতে সুপ্রীম কোর্ট বার কেন্টিনে এই ধরনের গাে-মাংস রান্না ও পরিবেশন করা থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত রাখার প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটিকে অনুরােধ জানানো হয়।
Discussion about this post