নিজস্ব প্রতিবেদক
সৌদি দূতাবাস গুলশান থেকে বারিধারার নিজস্ব নতুন ভবনে স্থানান্তর হয় গত মাসে । নতুন ভবনে স্থানান্তরের পর থেকে এম্বাসিতে ভিসার জন্য পাসপোর্ট জমা ও গ্রহণ করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন রিক্রটিং এজেন্সির মালিক ও প্রতিনিধিদের ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি রিক্রটিং এজেন্সির মালিক জানিয়েছেন, পূর্বের এম্বাসি যথাসময়ে পাসপোর্ট গ্রহণ ও ভিসা ডেলিভারি দিয়ে দিত । কিন্তু এখন পাসপোর্ট জমার জন্য অন্তত ৩-৪ ঘন্টা ও ডেলিভারী পাওয়ার জন্য বিকাল ৩টা থেকে রাত ১১ টা পর্যন্ত কূটনৈতিক এলাকার রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় । ফলে গভীর রাতে ভিসাকৃত পাসপোর্ট নিয়ে অফিসে পৌছানো নিরাপত্তা হুমকির মুখে পড়ে যায়।
এত সময় ধরে অপেক্ষা করার জন্য কোন ধরনের অপেক্ষাগার নেই । ফলে বাথরুম ও নামাজ পড়া অসম্ভব হয়ে পড়ে । এছাড়া দূতাবাস বিগত ১ বছর আগে এজেন্সিগুলোর সকল ডকুমেন্টস্ আপডেট করলেও হঠাৎ করে পূনরায় বিভিন্ন ডকুমেন্টস আপডেট চাওয়ায় আমাদের কাজে বাধা সৃষ্টি হয়েছে। কেননা এতো অল্প সময়ে অফিসের সকল স্টাফদের পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেরন্স ও অন্যান্য ডকুমেন্টস্ প্রস্তুত করা সম্ভব নয়।

এছাড়া এজেন্সি কর্তৃক পাসপোর্ট জমার পর যেকোনো ধরনের ভুল হলে তাৎক্ষণিক এজেন্সির পাসওয়ার্ড বন্ধ করে দেয়া হয়। ফলে উক্ত এজেন্সি কোন ধরনের ভিসার আবেদন করতে পারেন না।
সরেজমিনে মঙ্গলবার সকাল ৮ টা ও রাত ৯ টায় দূতাবাসের বারিধারা নতুন ভবনের সামনে গিয়ে দেখা যায় ৩০০-৪০০ জন মানুষের দীর্ঘ লাইন দাড়িয়ে আছে এবং তারা সবাই বিভিন্ন রিকুটিং এজেন্সির প্রতিনিধি ও মালিক। যারা ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করছেন , এমন অনেকেই এম্বাসির এরকম কষ্টদায়ক নিয়ম পরিহার চান।
Discussion about this post