ডেস্ক রিপোর্ট
সোনালী ব্যাংক থেকে প্রায় তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার আলোচিত মহা-জালিয়াতির নাম হলমার্ক কেলেঙ্কারি। হলমার্ক গ্রুপের এমন জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িতদের মধ্যে অন্যতম হলেন ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবির।
এ ঘটনায় ইতোমধ্যে ফান্ডেড ১ হাজার ৯৫৪ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের দায়ে ৩৮ মামলার চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যা আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। এর মধ্যে ডজনের বেশি মামলার প্রধান আসামি হুমায়ুন। আদালতের রায়ে একটি মামলায় ১৭ বছর সাজাও হয়েছে তার।
দুদকের খাতায় পলাতক সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার অবৈধ সম্পদের মামলার প্রস্তুতি চলছে। সাবেক এই এমডির বিরুদ্ধে অর্ধকোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা। যার পরিপ্রেক্ষিতে তাকে আসামি করে মামলার সুপারিশ করা হয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। তবে সম্পদের পরিমাণ কম হওয়ায় আপাতত মামলার আসামি করা হচ্ছে না। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।
Discussion about this post