স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী গৃহের মূল্যবান জিনিসপত্র লইয়া তাহার পিতৃ গৃহে চলিয়া গেলে তাহাকে (স্ত্রীকে) পুনরায় স্বামীর গৃহে ফেরৎ আসার জন্য দেয় লিগ্যাল নোটিশের নমুনা
সূত্র : তারিখ : ২৮/১১/১৯ ইং
লিগ্যাল নোটিশ
এডিসহ/রেজিঃ
প্রাপক :
রওশন আরা
পিতা- রহিজ উদ্দিন
সাং- ইকবাল রোড
(হাজী ইসমাইল এর বাড়ী)
থানা- লালবাগ, ঢাকা। ——–নোটিশ গ্রহীতা
প্রেরক: মো: কুদ্দুস মিয়া
পিতা- ইব্রাহিম মিয়া
সাং- তমাল রোড
থানা- সূত্রাপুর, ঢাকা- ১০০০।
পক্ষে : এডভোকেট
——–নোটিশ দাতা
জনাব,
আমার উপরোক্ত মোয়াক্কেল এর নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত হইয়া মৌখিকভাবে শুনিয়া আপনি নোটিশ গ্রহীতাকে এই মর্মে লিগ্যাল নোটিশ প্রদান করা যাইতেছে যে, আপনি আমার মোয়াক্কেলের বৈধ বিবাহিত স্ত্রী হন বটে।
২০১২ ইং সনের ২য় জানুয়ারি তারিখে মুসলিম বিধি বিধান ও শরা-শরিয়ত মোতাবেক এবং দেশের প্রচলিত নিয়ম অনুসারে আপনার সহিত আমার মোয়াক্কেলের শুভ বিবাহ সুসম্পন্ন হয়।
বিবাহের পর হইতেই আমার মোয়াক্কেল আপনাকে পূর্ণ স্ত্রীর মর্যাদা দিয়া আসিতেছিলেন এবং আমার মোয়াক্কেলের সহিত অতি সুখস্বাচ্ছদ্ধে স্বামী-স্ত্রী রূপে দাম্পত্য জীবন অতিবাহিত করাকালীন অবস্থায় হঠাৎ করিয়া আপনি এবং আপনার অভিভাবকগণ অসৎ উদ্দেশ্য চরিতার্থ করিবার নিমিত্তে গত ২১/০৩/২০১২ ইং তারিখে আমার মোয়াক্কেলের অনুপস্থিতিতে এবং বিনা অনুমতিতে নিম্ন বর্ণিত মালামাল ও ক্যাশ টাকা লইয়া আপনার পিত্রালয় চলিয়া গিয়াছেন।
ইতিমধ্যে আপনাকে আনিবার জন্য আমার মোয়াক্কেল একে এক ৩ (তিন) বার আপনার পিত্রলয়ে গিয়ে ব্যর্থ হইয়াছে। আপনি আমার মোয়াক্কেলের সহিত না আসিয়া অন্যায়ভাবে এড়াইয়া চলিতেছেন। প্রকশ থাকে যে, উক্ত ব্যাপারে আমার মোয়াক্কেল গত ০৪/০৫/১২ ইং তারিখে স্থানীয় থানায় একটি জি.ডি এন্টি করিয়াছেন যাহার নম্বর ১০১।
হইা ছাড়াও আমার মোয়াক্কেলের আত্মীয়-স্বজনও আপনাকে আনিতে গিয়া বিফল হইয়াছে। তাই আপনাকে অত্র নোটিশের মাধ্যমে অবগত করিতেছি যে, অত্র নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে নিম্ন বর্ণিত মালামালসহ আপনি আমার মোয়াক্কেলের বাসগৃহে চলিয়া আসিবে অন্যথায় আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে আইনের আশ্রয় গ্রহণ করিতে বাধ্য হইবেন এবং ইহাতে যে টাকা পয়সা ব্যয় হইবে তাহার জন্য আপনি নিজেই দায়ী থাকিবেন।
অত্র নোটিশের এক কপি পরবর্তী কার্য্যক্রম গ্রহণ করিবার জন্য আমার সেরেস্তায় সংরক্ষিত রাখা হইল।
ধন্যবাদান্তে
———-
এডভোকেট
লেখকঃ ল ফর ন্যাশনস, ইমেইলঃ lawfornations.abm@gmail.com মোবাইল: 01842-459590
Discussion about this post