রোববার পৌনে ৬টার দিকে মিরপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের মুনির ও সালাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কী কারণে এ সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদের পর এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো যাবে, বলেন তিনি।
স্থানীয়দের দাবি, মনির ও সালাম গ্রুপের লোকজন গাড়ির লাইসেন্স, রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও রোড পারমিটসহ বিভিন্ন কাজ সহজে করে দেওয়ার নামে বিআরটিএ অফিসে আগতদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন। দালালির এসব কাজের দখল নিয়েই দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
Discussion about this post