এস এইচ সৈকত, সিলেট থেকে ফিরেঃ দির্ঘ দিন থেকে চলছে সরকার পতনের জন্য বিরোধী দলের ডাকা হরতাল- অবরুধ।এর আতংক্ষে ঘর থেকে বাহিরে আসতে চায় না কেহই। রাস্থা-ঘাট রয়েছে ফাকা। আর অন্যদিকে মিডিয়াকে যান-বাহন চলা-চল স্বাভাবিক দেখানোর জন্য সিলেটের বিভিন্ন পয়েন্টে ট্রাফিকরা থাকলেও তাদের দায়িত্ব ঠিক মত পালন না করে সকল রাস্থা খুলে দেওয়া হয় (যে যেদিকে পার যাও) । আর এর কারনে সৃষ্টি হয় এক লম্বা যান-জট। আবার সাংবাদিকরা সড়ে গেলে পাঁচ মিনিটের মধ্যে ট্রাফিকরা এসে যান-যট স্বাভাবিক করে দেন। ভুক্ত ভূগি পথচারিরা জানান, প্রতিদিন প্রত্যেকটা পয়েন্টে এরকম ট্রাফিক জ্যাম লাগান হয়। আর তখন ট্রাফিকরা নিরব ভূমিকায় দারিয়ে থাকেন। সারজমিনে সিলেটের আম্বরখানায় গেলেও কোন ট্রাফিক দেখা যায়নি। পরবর্তিতে একজন আসলেও তিনি বিডি ল নিউজের কোন প্রশ্নের জবাব দেননি।
Discussion about this post