বিডি ল নিউজঃ
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেশে চলমান হরতাল-অবরোধের মধ্যেও নিয়মিত ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইউজিসির অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) শামসুল আরেফিন বলেন, ‘চলমান হরতাল-অবরোধের মধ্যে শিক্ষা কার্যক্রমের করণীয় নিয়ে রোববার বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ১৩৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিরা এ অবস্থার মধ্যে নিয়মিত ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চলমান অবরোধ-হরতালের কারণে শিক্ষা কার্যক্রমের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনেও প্রয়োজনে ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ৩৭টি ও বেসরকারি ৮০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
Discussion about this post