সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোর্ট অফিসার মো. আব্দুল ওয়ারেছের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।
রোববার (১ নভেম্বর) চুক্তির মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
১ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তগুলো অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
এর আগে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর আব্দুল ওয়ারেছ চুক্তিতে কোর্ট অফিসার নিয়োগ পেয়েছিলেন।
Discussion about this post