বর্তমান সময়ে আসামীর দোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দী নিয়ে বেশ আলোচনা চলছে। অতি সম্প্রতি নারায়নগন্জ ও চট্রগ্রামে দোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে আসা মৃত ব্যক্তির ফিরে আসায় এর আইনগত বৈধতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এ পরিস্থিতিতে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় প্রদত্ত আসামীর জবানবন্দীর নানা আইনগত দিক নিয়ে এক বিশেষ সেমিনারের আয়োজন করেছে।

১৩ই অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য সেমিনারে প্রধান অতিথি ও মূখ্য আলোচক থাকবেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব শেখ হাসান আরিফ। বিশেষ অতিথি থাকবেন ফৌজদারী আইন বিশেষজ্ঞ এডভোকেট এস এম শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন বারের সেক্রেটারি জনাব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সেমিনারে সমিতির সম্মানিত সভাপতি, সিনিয়র এডভোকেট জনাব এ এম আমিন উদ্দিন সভাপতিত্ব করবেন।
সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবীগণকে বারের পক্ষ থেকে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। SupremeCourt BarAssociation এই ফেসবুক আইডি থেকে সেমিনারটি লাইভ সম্প্রচার করা হবে।
Discussion about this post