ডেস্ক রিপোর্ট
১৯৯৯ সালে চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে প্রবাসী নুরুল কবিরকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় তার ভাই ও তিন ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৫ জুলাই) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদের আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নুরুল ইসলাম, তার তিন ছেলে আব্বাস উদ্দিন, সরোয়ার কামাল ও ওসমান গনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. লোকমান হোসেন চৌধুরী।
তিনি বলেন, ১৯৯৯ সালের ১২ ডিসেম্বর লোহাগাড়ার আধুনগর এলাকায় সৌদি প্রবাসী নুরুল কবিরকে হত্যা করে তার ভাই ও ভাতিজারা। এই ঘটনায় তার স্ত্রী খালেদা ইয়াসমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
নুরুল কবির সৌদি আরব থাকা অবস্থায় তার বড় ভাইয়ের ছেলে ইসমাইলকে সৌদি আরব নিয়ে যায়। পরে নুরুল কবির দেশে এসে তার বড় ভাই নুরুল ইসলামের কাছে ইসমাইলকে বিদেশ নেওয়ার ১ লাখ ৭০ হাজার টাকা চায়। এটা নিয়ে ঝগড়ার একপর্যায়ে নুরুল ইসলাম ও তার ছেলে-মেয়েরা মিলে নুরুল কবিরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
পিপি আরও বলেন, নুরুল কবিরের স্ত্রী খালেদা ইয়াসমিন বাদী হয়ে ছয় আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ২০০০ সালের ২১ ডিসেম্বর মামলার চার্জশিট দাখিল করা হয়।
২০০৩ সালের ১৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ থেকে ১৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। আসামিদের সাক্ষ্য প্রমাণে আজ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা বর্তমানে কারাগারে আছেন। মামলায় দুই জন নারী আসামিকে আদালত খালাস দিয়েছেন।
Discussion about this post