ডেস্ক রিপোর্ট
দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে বুধবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।
আগের দিন মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছিলেন তিনি।
সিইসি জানান, সংসদ সদস্যদের ভোটে সংসদের চলতি ১৯তম অধিবেশনের মধ্যেই রাষ্ট্রপতি পদের এ নির্বাচন হবে। এই ভোট হবে ব্যালটে। এই নির্বাচনের ভোটার ৩৪৩ জন সংসদ সদস্য।
৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদ অধিবেশন। সেই হিসাবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বাড়ানোর প্রয়োজন পড়বে না। আইনের বাধ্যবাধকতার কারণে ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি থাকা মো. আবদুল হামিদের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে। প্রথম মেয়াদ শেষে ২০১৮ সালের ২৪ এপ্রিল তিনি পুনরায় শপথ নিয়ে দেশের ২১তম রাষ্ট্রপতি হন। টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি হওয়ার সুযোগ না থাকায় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন কেউ বসবেন।
Discussion about this post