বিডি ল নিউজ:
গাজী ট্যাংক ক্রিকেটার্সের মালিক ও শচীনের বন্ধুবর লুৎফর রহমান বাদলের আমন্ত্রণে আজ (মঙ্গলবার) বেলা ১১টায় এক ঝটিকা সফরে ঢাকায় এসেছেন ভারতের ক্রিকেটেশ্বর শচীন রমেশ টেন্ডুলকার। মাত্র ৮ ঘন্টার এই সফরে গাজী ট্যাংক ক্রিকেটার্স নাম বদল করে রাখা ‘লিজেন্ডস অব রুপগঞ্জের’ লোগো ও জার্সি উন্মোচন ছাড়াও আরো কয়েকটি সমাজিক ও সচেতনতামূলক কাজে অংশ নেবেন এই মাস্টার ব্লাস্টার।
বেলা ১১টায় ব্যক্তিগত বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে চড়ে চলে যাবেন লুৎফর রহমান বাদলের ক্লাবের উৎসভূমি নারায়ণগঞ্জের রুপগঞ্জে। বেলা সাড়ে বারোটার মধ্যে রুপগঞ্জে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে সময় কাটাবেন তিনি। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে ছাত্র-ছাত্রীদের স্যানিটেশন সম্পর্কে শিক্ষা দেবেন। অংশ নেবেন বৃক্ষরোপণ কর্মসূচিতেও। শচীনের সঙ্গে রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
রূপগঞ্জ থেকে দুপুরের মধ্যে ঢাকায় ফিরবেন শচীন। বিকেল ৩টায় অংশ নেবেন লুৎফর রহমান বাদলের ক্লাবের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে। হোটেল প্যানপ্যাসেফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তা এবং বাংলাদেশ দলের সাবেক ও বর্তমান অধিনায়কসহ অন্যান্যরা অংশ নেবেন।
শচীনের সঙ্গে থাকবেন আইসিসির সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। লোগো উন্মোচন অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শিল্পী শুভ্রদেব। আট ঘণ্টার ব্যস্ত সময় কাটিয়ে রাতেই ঢাকা ছাড়বেন শচীন টেন্ডুলকার।
Discussion about this post