ডেস্ক রিপোর্ট
বগুড়ার শিবগঞ্জে বাড়িতে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দেউলী ইউনিয়নের সাবেক সদস্য আনারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে বগুড়া শহর থেকে গ্রেফতার করা হয়।
গৃহবধু সন্ধ্যায় এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করেন। উপজেলার মধুপুর গ্রামে ওই ঘটনা ঘটে। গৃহবধু ধর্ষণে বাধা দিয়ে চিৎকার করতে থাকলে তিনি চাকু ধরে হত্যার হুমকি ও এক পর্যায়ে বুকে ও মাথায় ইটের আঘাত করে পালিয়ে যান।
মামলার এজাহার থেকে জানা যায়, বগুড়ার শিবগঞ্জে নির্যাতিত ওই গৃহবধূর (৩২) স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি করেন। এ সুযোগে ওই ইউনিয়নের সাবেক সদস্য ও প্রতিবেশী আনারুল ইসলাম তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন।
শনিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে আনারুল ওই গৃহবধূর শয়ন ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। ওই গৃহবধূ ঘরে আসলে তাকে ধর্ষণের চেষ্টা করেন আনারুল। গৃহবধূ চিৎকার করলে ইট দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যান আনারুল। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিবগঞ্জ থানার ওসি মঞ্জরুল আলম জানান, নির্যাতনের শিকার গৃহবধূ শনিবার সন্ধ্যায় আনারুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। রোববার দুপুরে বগুড়া শহর থেকে আনারুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Discussion about this post