নিজস্ব প্রতিবেদন
ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঞা। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি এ ডিগ্রি লাভ করেন।
তার গবেষণার বিষয়বস্তু ছিল ‘জুডিসিয়াল রিভিয়া অব অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন অ্যানসিউরিং গুড গভর্নেস ইন বাংলাদেশ’।
ড. আজিজ আহমেদ ভূঞা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৯১ সালে বাংলাদেশ বিসিএস (বিচার) পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়ে জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। এর আগে ২০০৫ সালে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফেলোশিপ, ২০০৮ সালে কোরিয়া সিভিল সার্ভিস অ্যাকাডেমি থেকে জনপ্রশাসনে উচ্চতর প্রশিক্ষণ এবং ২০১৯ সালে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিচার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি সম্প্রতি ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি ভূপাল, ভারতের প্রশিক্ষণে বাংলাদেশ থেকে দলনেতা হিসেবে অংশগ্রহণ করেন।
Discussion about this post