সিরাজগঞ্জ জেলা আদালত প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার বিকেলে শহরের মিরপুরে সাংগঠনিক অস্থায়ী কার্যালয়ে স্বপ্ননীড়ে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ।
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আকিবুর রহমান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সিরাজগঞ্জ ল কলেজ শাখার সভাপতি মোঃ সালাউদ্দিন সালাম, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন জুয়েল, জেলা কমিটির সহ সভাপতি রাহুল কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান জয়, সদস্য শাহাদাত সিরাজ, লুবনা ইয়াসমিন, রুমানা সুলতানা প্রমুখ।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কর্তন, আলোচনা শেষে সদ্য প্রয়াত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও এ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আয়োজন শেষে উক্ত পরিষদের উন্নয়ন এবং দিকনির্দেশনা মূলক পরবর্তী কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন সংগঠনে সভাপতি সহ আরও অনেকে।
রাহুল কুমার,সিরাজগঞ্জ জেলা আদালত প্রতিনিধ।
Discussion about this post