নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস আইন ১৮৮১ বিভিন্ন প্রকার নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস যেমন প্রোমিজরি নোট, বিল অব এক্সেঞ্জ,চেক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে।
নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস আইনের ১৩৮ ধারার চেক ডিসঅনার মামলার বিচার এখন থেকে শুধুমাত্র যুগ্ম দায়রা জজ আদালত করতে পারবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।১৮ অক্টোবর এই রায় দেয় মহামান্য হাইকোর্ট।
ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ২০১৮ সালে এই বিষয় নিয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।আদালত রায়ে বলেছেন চেক ডিসঅনার মামলার বিচার এখন থেকে শুধুমাত্র যুগ্ম দায়রা জজ আদালতে হবে।
এই রায় অনুযায়ী ১৩৮ ধারার চেক ডিসঅনার মামলার বিচার যুগ্ম দায়রা জজ আদালতে হবে।দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ চেকের মামলার বিচার করতে পারবেন না।সুতরাং চেকের মামলার শাস্তির বিরুদ্ধে এখন আপিল যাবে দায়রা জজ আদালতে।এখন আর আপিল হাইকোর্টে করা যাবে না।এ বিষয়ে ১৫ দিনের মধ্যে সকল অধস্তন আদালতকে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেলকে বলা হয়েছে।
Discussion about this post