রবিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ব্যারিস্টার রফিক-উল হকের পরিবার আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন।
সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আইনের এমন কোনো শাখা নেই যেখানে ব্যারিস্টার রফিক-উল হকের বিচরণ ছিল না। আইনের প্রত্যেক শাখা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পড়লে ব্যারিস্টার রফিক-উল হকের নাম পাওয়া যায়। রফিক-উল হক সাহেব সুপ্রিম কোর্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
দোয়া মাহফিলে স্বল্প সময়ে রফিক-উল হকের বিশদ আলোচনা সম্ভব নয় উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ওনার জন্য পৃথক একটি আলোচনার অনুষ্ঠান করতে হবে। যেখানে দীর্ঘসময় তার জীবনী নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, প্রয়াত বিশিষ্ট আইনজীবীদের আমরা যদি স্মরণ না করি তাহলে আমরা নিজেদের হেরিটেজ (ঐতিহ্য) রক্ষা করতে পারব না। আমাদের একটা গৌরবময় সময় ছিল সেটি আমরা তুলে ধরতে পারব না।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঞ্চালনায় মাহফিলে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এমদাদুল হক আজাদ, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
উল্লেখ্য,গত ২৪ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। যিনি আইনজীবীদের কাছে আইনের বাতিঘর হিসেবে পরিচিত ছিলেন।
Discussion about this post