নিজস্ব প্রতিবেদক
গত ২৮/১২/২০২০ ইং তারিখে নােয়াখালী জেলা আইনজীবী সমিতির নােটিশে জানানো হয় যে, ‘ মহান আইন পেশার সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে বিজ্ঞ আইনজীবীগনকে থানায়,কিংবা ডিবি অফিসে, ইউনিয়ন পরিষদ/পৌরসভা, কিংবা তদন্তকারী সংস্থা, কিংবা কোন কর্মকর্তার নিকট মক্কেলের পক্ষে তদবির/শালিসে (নিজের ব্যক্তিগত ও পরিবারিক বিষয় ব্যতীত) না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরােধ করা হইল।

নােয়াখালী জেলা বার এসােসিয়েশন মাইজদী কোর্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক , এ্যাডভোকেট মোঃ ইসমাইল ফরোজ উল্যাহ রাসেল তিনি বিডি ‘ল’ নিউজকে বলেন, আইন পেশার মর্যাদা অক্ষুন্ন রাখতে নোয়াখালী বারের পক্ষ থেকে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, ‘ এমন ভাবে দেশের সকল জেলা বার এসোসিয়েশন গুলোতে এমন সিদ্ধান্ত নিলে আইন পেশার মর্যাদা অক্ষুন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
নােয়াখালী জেলা আইনজীবী সমিতির নােটিশ

Discussion about this post