বগুড়া প্রতিনিধিঃ মোঃ চাঁন মিয়া মন্ডল
আসছে ২৮ ফ্রেরুয়ারী/২০২১ ইং আসন্ন পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচনে বগুড়া পৌরবাসী দীর্ঘ কয়েক যুগ ধরে সর্বজনীন পৌর মেয়র এ্যাডভোকেট জহুরুল ইসলাম এর পরে এ্যাডভোকেট রেজাউল করিম মন্টু এবং সর্বশেষ এ্যাডভোকেট এ,কে এম মাহবুবর রহমানদ্বয়”কে মেয়র হিসেবে নির্বাচিত করে আসছেন।
এইবারেই ব্যতিক্রম হচ্ছে এ্যাডভোকেট বিহীন নির্বাচন।
দেশের বড় দুইটি রাজনৈতিক দলগুলো প্রতিবার বিজ্ঞ আইনজীবীদের মনোনয়ন প্রদান করতেন কিন্তু এবার বি,এন,পি ও আওয়ামীলীগ সেই পথ থেকে সরিয়ে এসে আইনজীবীর বাহিরে দুইজন প্রার্থীদের চুড়ান্ত ভাবে মনোনয়ন প্রদান করেছেন।
একজন স্হানীয় দৈনিক বগুড়া” সম্পাদক ও সাবেক জেলা বি,এন,পি”র সভাপতি সাবেক ছাএনেতা মোঃ রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছেন বি,এন,পি, অপর দিকে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু ওবায়দুল হাসান ববি”কে মনোনয়ন দিয়েছেন আওয়ামীলীগ।
এই নিয়ে পৌর নির্বাচনে জনগনের মধ্যে ব্যাপক আলোচনা চলছে দীর্ঘযুগ পর এ্যাডভোকেট ছাড়া মেয়র নির্বাচিত হবে বগুড়া পৌরসভায়।
Discussion about this post