ডেস্ক রিপোর্ট
ভুয়া এনআইডি, ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট ব্যবহার করে ঢাকা ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ৫ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩ মার্চ) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। এ সময় খিলগাঁও থানায় অর্থ আত্মসাতের মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পাঁচ আসামি হলেন আল-আমিন ওরফে জমিল শরীফ, খ ম হাসান ইমাম ওরফে বিদ্যুৎ, আব্দুল্লাহ আল শহীদ, রেজাউল ইসলাম ও শাহজাহান।মঙ্গলবার রাতে খিলগাঁও ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিম। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থ আত্মসাতের এ ঘটনায় গত বছরের ৭ ডিসেম্বর খিলগাঁও থানায় ও ১৩ ডিসেম্বর পল্টন থানায় পৃথক দুটি মামলা হয়। মামলা দুটি তদন্ত শুরু করে ডিবি পুলিশ।
Discussion about this post