ডেস্ক রিপোর্ট
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঈদের কেনাকাটা করতে গিয়ে দুই কিশোরী ধর্ষণের অভিযোগে করা মামলায় ভুক্তভোগী একজনের ‘বন্ধু’ আশিকসহ চারজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার চার আসামিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেক আসামির সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মিশকাত শুকরানা প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।মামলার অপর তিন আসামি হলেন- অপু, রিফাত ও ফাহিম।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী দুই কিশোরীর মধ্যে একজনের বয়স ১৮ বছর ও অন্যজনের ১৭ বছর। ওই দুজন পরস্পরের বান্ধবী। গত শুক্রবার সন্ধ্যার পর তারা কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার মার্কেটে ঈদের কেনাকাটা করতে যায়। বিষয়টি তাদের একজনের (১৮) ‘ছেলেবন্ধু’ আশিক জানতে পারেন।
পরে আশিক আবদুল্লাহপুর এলাকায় গিয়ে তাদের সঙ্গে দেখা করে দুজনকে বেড়াতে যাওয়ার কথা বলে রাজাবাড়ি এলাকার নির্জন স্থানের একটি ছাপরায় নিয়ে যান। সেখানে আশিকের আরও আট বন্ধু ছিলেন।
একপর্যায়ে আসিফসহ নয়জন ওই দুজনকে পালাক্রমে ধর্ষণ করেন। তাদের কাছ থেকে ছাড়া পেয়ে তারা রাত ১০টার দিকে বাসায় গিয়ে ঘটনাটি পরিবারকে জানায়। এ ঘটনায় ভুক্তভোগী একজনের ‘ছেলেবন্ধু’সহ ৯ জনের নাম উল্লেখ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়।
Discussion about this post