বিডিলনিউজঃ নাশকতায় জড়িত সন্দেহে দিনাজপুরে ৮২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে অধিকাংশই বিএনপি, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মী। নাশকতার পরিকল্পনা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সাংবাদিকদের জানানো হয়, গত ৪৮ ঘণ্টায় পুলিশের এই বিশেষ অভিযানে দিনাজপুরের ১৩টি উপজেলা থেকে ৮২ জনকে আটক করা হয়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আটক করা হয়েছে ৩৩ জনকে। এদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রয়েছে।
Discussion about this post