নরসিংদী , জেলা প্রতিনিধি : মো : বদিউল আলম
গত ৩০ নভেম্বর রোজ মংগলবার নরসিংদী জেলা আইনজীবী সমিতি’র কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০২২ সালের জন্য অনুষ্ঠিত নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের মধ্যে ১৯২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এড.আলহাজ্ব আ: মান্নান ভূঞা । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এড. মু: ফজলুল হক পেয়েছেন ১৭৭ ভোট ।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এড. আলহাজ্ব শাহ্ আবদুল্লাহেল ওয়ালী এবং এড.হামিদুল বারী । তাদের ভোট যথাক্রমে ৩৭৭ ও ৮৬ । ২১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এড.সৈয়দ বদিরুজ্জামান ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এড. এ.কে. এম নুরুল ইসলাম ( নুরুন্নবী ) পেয়েছেন ১৪৬ ভোট।২৫৮ ভোট পেয়ে সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন এড. মোহাম্মদ মাইন উদ্দিন ( অপু ) এবং ২২৩ ভোট পেয়ে দ্বিতীয় সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন এড. মোহাম্মদ শাহাদাৎ হোসেন ।
২৯৩ ভোট পেয়ে কোষাধক্ষ নির্বাচিত হয়েছেন এড.মো:ফারুক মিয়া । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এড.বিলকিছ আক্তার পেয়েছেন ১৭৫ ভোট । সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এড. সবিতা রায় ।
২৯৩ ভোট পেয়ে লাইব্রেরী ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এড.শেখ মোহাম্মদ সাইফুল্লাহ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এড.নূর মুহাম্মদ খান স্মরণ পেয়েছেন ১৬৫ ভোট।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ৪ জনের মধ্যে ৪৩১ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন এড. রাকিবুল মাহমুদ ।৪০৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন এড. মোহাম্মদ রফিকুল ইসলাম । ৪০৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন এড.বি.এম. মোতালিব জসিম । ৩০০ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন এড. সুব্রত সাহা ।
রাত ১ টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ।সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পযর্ন্ত ভোট গ্রহণ করা হয় । এবার ৪৮৮ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্র য়োগ করেন ।
Discussion about this post