ডেস্ক রিপোর্ট
রাজধানীর বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির মামলা বাতিল চেয়ে ওনার্স সোসাইটির সভাপতি তাসভীর উল ইসলামের করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।
রোববার (২৩ জানুয়ারি) হাইকাের্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
তিনি জানান, ২০২১ সালের ১৫ নভেম্বর ভবন মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন।পরে নিজের ক্ষেত্রে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তাসভীর উল ইসলাম।
২০১৯ সালের ২৮ মার্চ রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হন।
Discussion about this post