ডেস্ক রিপোর্ট
এনরােলমেন্ট কমিটির নির্দেশক্রমে পূর্বঘোষিত গত ০৩/০৩/২০২২ ইং তারিখের নোটিশ মোতাবেক বার কাউন্সিলের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২২ জুলাই অথবা ২৯ জুলাই সম্পন্ন করা হবে। এতদসংক্রান্ত আরো একটি ফাইনাল নোটিশ কিছু দিনের মধ্যে বার কাউন্সিলের ওয়েবসাইটে পেয়ে যাবেন।
এনরােলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষা অনুষ্ঠিত হইবে আগামী জুন, ২০২২ইং এর ২য় সপ্তাহে।তৎপরবর্তী এনরােলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হইবে জুলাই, ২০২২ইং এর ৪র্থ সপ্তাহে।
পরীক্ষার অনলাইন ফরম পূরণ এবং এই সংক্রান্ত বিস্তারিত অন্যান্য তথ্য যথাসময়ে বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হইবে। উল্লেখ্য, পরীক্ষা গ্রহণের সম্ভাব্য এই তারিখসমূহ অনিবার্য যে কোনাে পরিস্থিতিতে পরিবর্তন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষন করেন।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তিকরণে এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার ২৫৭ জন শিক্ষার্থী। শুক্রবার (১৭ জুন) সারাদেশ থেকে এবার এ পরীক্ষায় ৪০ হাজার ৬৯৫ জন শিক্ষার্থী অংশ নেন।
এদিকে ২৭ জনের ফল অপেক্ষমাণ রাখা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে এগুলোর ফল প্রকাশ করবে বার কাউন্সিল।
যারা এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন তাদের লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর হবে ভাইবা।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬টি কেন্দ্রে পরীক্ষা হয়। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা নেওয়া হয়।পরীক্ষা শেষে শুক্রবার রাতে ফল প্রকাশ করে আইনজীবীদের নিয়ন্ত্রণ ও সনদ প্রদানকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল।
সবগুলো ক্যাটাগরি শেষ করে আইনজীবী হিসেবে সনদ নিয়ে নিজ নিজ বারে (আইনজীবী সমিতিতে) প্র্যাকটিস করবেন তারা।বর্তমানে সারাদেশে প্রায় ৬০ হাজার আইনজীবী রয়েছেন।
Discussion about this post