ডেস্ক রিপোর্ট
কারাগারে বন্দী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
একই সঙ্গে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানান ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
প্রসঙ্গত, গত সোমবার দুপুর থেকে কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন রিজভী। বৃহস্পতিবার তার স্ত্রী আরজুমান আরা আইভী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সেদিন চার শতাধিক নেতাকর্মীর সঙ্গে রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিবৃতিতে ইউট্যাব দাবি করে, গত সোমবার থেকে রিজভী পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং বমি করেছেন। এ অবস্থায় তার জীবনে বড় ধরনের জটিলতার আশঙ্কা করা হচ্ছে। বার বার আদালতে আনা নেওয়ায় রিজভী অসুস্থ হয়েছেন এমন অভিযোগ করে বিবৃতিতে ইউট্যাব জানায়, কারাগারের ভেতরে রিজভীকে জীর্ণ কক্ষ ও স্যাঁতসেঁতে পরিবেশে থাকতে দেওয়া হয়েছে।
মিথ্যা মামলায় তাকে কারাগারে নেওয়ার পরের সপ্তাহে প্রায় তিন থেকে চার দিন আদালতে আনা নেওয়া করা হয়। রিজভীর স্ত্রীকে কারাগারে স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে আরও অভিযোগ করে ইউট্যাব জানায়, আরজুমান আরা আইভী কারাগারে গেলে তাকে স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। কারা কর্তৃপক্ষকে বারবার ফোন দিলেও তারা ফোন ধরেননি।
কারাগারে গিয়ে যোগাযোগ করলে জেল সুপার দেখা করেননি, রিজভীর সঙ্গেও দেখা করতে দেননি। ডেপুটি জেলার আমিনুর রহমান তাকে দীর্ঘসময় বসিয়ে রেখে বলেন, ‘রিজভী সাহেব ভালো আছেন। তাকে চিকিৎসকরা দেখাশোনা করছেন। আপনি চলে যান।’ একজন অসুস্থ ব্যক্তির স্ত্রীকেও দেখা করতে না দেওয়াটা চরম অমানবিক।
অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং কারাগারের বাইরে বিশেষায়িত হাসপাতালে রিজভী সুচিকিৎসার দাবি জানিয়ে ইউট্যাব বলে, রুহুল কবির রিজভীর কিছু হলে এর দায় সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষ এবং সরকারকেই বহন করতে হবে।
Discussion about this post