ডেস্ক রিপোর্ট
এমপিওভুক্তির আবেদনের জন্য ন্যূনতম দুটি বিভাগ থাকার শর্তারোপ করে দেশের বিভিন্ন ডিগ্রি কলেজে কর্মরত ১৫৪ জন প্রভাষক-কর্মচারীর এমপিওভুক্তির অনলাইন আবেদনের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দেশের বিভিন্ন জেলার ডিগ্রি কলেজের ১৫৪ প্রভাষকের দায়ের করা দু’টি রিটের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ এমপিওভুক্তির আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেন।
আদালতে আজ রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।
আইনজীবী ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, আজকের এ রায়ের ফলে রিটকারীরা ন্যায়বিচার পেয়েছেন এবং তাদের এমপিওভুক্তির আবেদনের সুযোগ ও এমপিওভুক্তির পথ সুগম হলো।
Discussion about this post