বিডিলনিউজ: দেশের গণতন্ত্র বিকাশের স্বার্থে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় বাংলাদেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে প্রচলিত আইনের বিধি-বিধান খতিয়ে দেখা হচ্ছে। জামায়াতের সাম্প্রতিক কর্মকা-কে রাষ্ট্রের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের মতো সাম্প্রতিক কর্মকান্ডের জন্য তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। সশস্ত্র হামলা চালিয়ে গণতন্ত্রের জন্য অনুপযুক্ত দল হিসেবে জামায়াত নিজেদের প্রমাণ করেছে। তার পরিণতি জামায়াতকেই ভোগ করতে হবে।
তিনি বলেন, একাত্তরে যেভাবে যুদ্ধ ঘোষণা করে হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন করেছিল, এখন একইভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বিতীয় যুদ্ধ’ ঘোষণা করে পুলিশসহ সাধারণ মানুষকে হত্যা করছে জামায়াত। যুদ্ধাপরাধের বিচার চলবে। পাশাপাশি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে। একাত্তরের যুদ্ধাপরাধের জন্য যে ধরনের ট্রাইব্যুনাল গঠন করে বিচার শুরু করেছি, পুনর্বার রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য জামায়াত-শিবির ও উগ্রপন্থীদের একই পরিণতির সম্মুখীন হতে হবে।
মন্ত্রী বলেন, জামায়াত কোনভাবেই ইসলামী দল নয়। তারা ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকা- চালিয়ে যাচ্ছে। একাত্তরেও তারা ইসলামের কথা বলে রাজনীতি করে ৩০ লাখ মানুষকে হত্যা, দুই লাখ নারীর ইজ্জত লুণ্ঠন, কোটি কোটি মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে- যাদের ৯৫ শতাংশই মুসলমান। তারা ধর্মীয় আচার নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। সুতরাং জামায়াতকে কোনভাবেই ইসলামের সমার্থক বলে দাবি করা যায় না।সূত্র:জনকন্ঠ
Discussion about this post