এস এইচ সৈকত, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা শফিক আহমদ (৩০) নামে এক শিক্ষক নিহত ও চার জন আহত হয়েছেন। গত কাল (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া- মৌলভীবাজাবার সড়কের চুনঘর পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শিক্ষক শফিক আহমদ কুলাউড়া উপজেলার ব্রাক্ষণ বাজার ইউনিয়নের ইউসুফ তৈয়বুনেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় কুলাউড়া থেকে অটোরিকশা করে ব্রাক্ষণ বাজার যাওয়ার পথে চুনঘর এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিক মারা যান ও চার যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অমল কুমার ধর বিষয়টি বিডি ল নিউজকে নিশ্চিত করেছেন।
Discussion about this post