বিডি ল নিউজঃ মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা দায়েরের পর আদালত মামলাটি আমলে নিয়ে ১০ ডিসেম্বরের মধ্যে তারেককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছেন। দণ্ডবিধি ৪৯৯/৫০০ ধারায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. মনির খান।
মামলার এজহার থেকে জানা যায়, তারেক রহমান চলতি বছরের ১১ নভেম্বর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডন বিএনপি শাখা আয়োজিত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন ও মানহানিকর বক্তব্য দেন। তারেক বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু। পরেরদিন বিভিন্ন গণমাধ্যমে তারেকের এ বক্তব্য প্রকাশিত হওয়ায় আওয়ামী লীগের একশ’ কোটি টাকার সম্মানহানি হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এজাহারে বলা হয়েছে, বাদী আওয়ামী লীগের সদস্য হওয়ায় তার সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। তারেক বর্তমানে লন্ডনে অবস্থানরত, সমনের হাজিরা দিতে আসেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
Discussion about this post