বিডি ল নিউজঃ আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে মহানগর দক্ষিণ জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লাহর আইনকে আঘাত করা লতিফ সিদ্দিকীকে নিয়ে সরকার খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি প্রশ্ন করে বলেন, সরকারের ইন্ধন না থাকলে সে কী করে দেশে ফিরে আসে। পুলিশ বিমানবন্দর থেকে তাকে গাড়িতে করে পার করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সরকারকে এর খেলার মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
Discussion about this post