বিডিলনিউজ: রাজনৈতিক আশ্রয়ে থাকলে কাউকে তার দেশে ফেরত পাঠানো যায় না। তারেক জিয়া রাজনৈতিক আশ্রয়ে আছেন। সে কারণে তাকে দেশে ফেরত পাঠানোর প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ ইমিগ্রেশন বিশেষজ্ঞ সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার। তিনি বলেন, তারেক জিয়া এদেশে (ব্রিটেন) রাজনৈতিক আশ্রয়ে আছেন। তাকে চাইলেও ব্রিটিশ সরকার বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না। তিনি বলেন, তারেক জিয়ার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইন্টারপোলের সাহায্য চেয়েছে বাংলাদেশ সরকার, তা বাস্তবসম্মত নয়। সলিসিটর বিপ্লব পোদ্দার বলেন, চাইলেই ইন্টারপোল রাজনৈতিক আশ্রয়ে থাকা কাউকে গ্রেফতার করে দেশে পাঠাতে পারে না। কারণ, রাজনৈতিক আশ্রয়ে থাকলে ব্রিটিশ আইনে কাউকে তার নিজের দেশে পাঠানোর সুযোগ নেই। আদালত রোববার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরই পরিপ্রেক্ষিতে ব্রিটিশ ইমিগ্রেশন বিশেষজ্ঞ বিপ্লব কুমার বলেন, ব্রিটিশ সরকার যদি বাংলাদেশ সরকারের অনুরোধ অনুযায়ী ইন্টারপোলের কাছে হস্তান্তর করতে চায়, তাহলে ব্রিটিশ ও ইউরোপীয় আইনে পরিবর্তন আনতে হবে। কারণ, রাজনৈতিক আশ্রয় লাভের আইনের আর্টিকেল ২, ৩ ও ৬ ধারা পরিবর্তন করতে হবে।
Discussion about this post