বিডিলনিউজ: যোদ্ধা রোবটের ভূমিকার ন্যায়-অন্যায় বিচার করার ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠন। তারা এসব রোবটের ব্যবহার বন্ধে তত্পর হয়ে উঠেছে। জেনেভায় অনুষ্ঠেয় বৈঠকে তথাকথিত ‘হত্যাকারী রোবটের’ নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।যোদ্ধা রোবটের নৈতিক সক্ষমতা নিয়ে একটি প্রতিবেদন জেনেভার বৈঠকে আলোচনার জন্য তুলে ধরার মাধ্যমে এগুলো নিষিদ্ধ করার দাবি জানাবে মানবাধিকার কাউন্সিল। তারা প্রশ্ন তুলেছে, এরা কম্পিউটার প্রোগ্রামনির্ভর সয়ংক্রিয় রোবট। এদেরকে যেভাবে নির্দেশনা দেয়া হবে সেভাবে গুলি করবে, মানুষ হত্যা করবে। তাদের পক্ষে প্রতিপক্ষের যোদ্ধা কিংবা সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করা সম্ভব নয়। যার ফলে তারা সাধারণ মানুষের ওপর গুলি করতে দ্বিধা বোধ করবে না। এক্ষেত্রে সাধারণ মানুষ হত্যার দায়-দায়িত্ব কে নেবে। তাছাড়া যুদ্ধাপরাধের অভিযোগে কোন রোবটের পক্ষে মামলা করাও সম্ভব না।
Discussion about this post