বিডি ল নিউজঃ মানুষ অন্যের কাছে নিরাপত্তা না ফেলে পুলিশের নিকট আশ্রয় নেয়। কিন্তু, ঐ পুলিশ নিজেই যখন ধর্ষক হয়, তবে নারীর আশ্রয় কোথায়? ১৪ বছরের এক কিশোরীকে থানার ভেতরে ধর্ষণ করল পুলিশের দুই সদস্য। ভারতের উত্তর প্রদেশের বাদাউনে একটি থানায় এই ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে ধর্ষকদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আজ উত্তর প্রদেশের পুলিশ জানায়, ৩১ ডিসেম্বর ওই কিশোরীকে অপহরণ করে থানায় লুকিয়ে রাখে পুলিশের দুই কন্সটেবল। এরা হলেন- বীর পাল সিং যাদব এবং অবনিশ যাদব। বাদাউন শহরের পুলিশ সুপার লালন সিং জানিয়েছেন, কন্সটেবল বীর পাল এবং অবনিশ যাদব মেয়েটিকে অপরহরণ করে মুসাজহাগ পুলিশ স্টেশনে নিয়ে যায়। এই থানার ভেতরেই মেয়েটিকে ধর্ষণ করে তারা। নির্যাতনের শিকার মেয়েটির মা থানায় অভিযোগ করলে দুই কন্সটেবলের নামে মামলা নেওয়া হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালাতক রয়েছেন। তাদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এদিকে এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে উত্তর প্রদেশে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি অনলাইন।
Discussion about this post